Song – Kande Sudhu Mon
Artist – Bhoomi
Album – Yatra Shuru
(Dm) কান্দে শুধু মন কেন (C) কান্দেরে ।।
(A#) যখন সোনালী রুপোলি আলো (C) নদীর বুকে বাসা (Dm) খোঁজেরে ।।
(Dm) দখিনা বাতাসের তোরে (C) খয়রী ডিংগার পাল ওরেরে (Dm) ।।
(A#) ঢেউ এর তালে নাচে ডিংগা (C) ঝিলমিল নদীর কুলে (Dm) আসিরে ।
(Dm) কান্দে তবু মন কেন (C) কান্দেরে ।।
(A#) যখন সোনালী রুপোলি আলো (C) নদীর বুকে বাসা (Dm) খোঁজেরে ।।
(Dm) মাইনসের স্বপন, (C) ঘুনে ধরা বইঠা যেন ।
(A#) দুমরাই মুচরাই যায় সব (Dm) বন্ধুরে ।
(Dm) কান্দে শুধু মন কেন (C) কান্দেরে ।।
(A#) যখন সোনালী রুপোলি আলো (C) নদীর বুকে বাসা (Dm) খোঁজেরে ।।