Song: Ami Kosto Pete Bhalobashi
Artist: Ayub Bachchu (LRB)
Album: Kosto
(Am) কোনো সুখের ছোঁয়া (C) পেতে নয়
(Am) নয় কোন নতুন (C) জীবনের খোঁজে
(G) তোমার চোখে তাকিয়ে থাকা
আলোকিত হাসি (Am) নয় ।।
আশা (Dm) নয়, না বলা (G) ভাষা (Am) নয়
আমি (C) কষ্ট পেতে ভালো (Am) বাসি
তাই (G) তোমার কাছে ছুটে (Am) আসি ।।
(C) বুকের এক পাশে (G) রেখেছি
জলহীন মরু (Am) ভূমি
(C) ইচ্ছে হলে যখন (G) তখন
অশ্রু ফোটা দাও (Am) তুমি
(D) তুমি চাইলে আমি দেব
(C) অথই সাগর (Am) পাড়ি
আমি (C) কষ্ট পেতে ভালো (Am) বাসি
তাই (G) তোমার কাছে ছুটে (Am) আসি ।।
(C) যখন আমার কষ্টগুলো
প্রজা (G) পতির মত (Am) উড়ে
(C) বিষাদের সবকটা ফুল
চুপ (G) চাপ ঝড়ে (Am) পড়ে
(D) আমার আকাশ জুড়ে মেঘ
(C) ভরে গেছে (Am) ভুলে
আমি (C) কষ্ট পেতে ভালো (Am) বাসি
তাই (G) তোমার কাছে ছুটে (Am) আসি ।।