Shopno Rani by Nova, Lyrics with Chords

Song: Shopno Rani
Band: Nova
Album: School Polatok Meye
Released: 1993

[ Intro ]
(Am) স্বপ্ন (Dm) রানী (G) ঘুম ঘুম (C) মালা নিয়ে (Am)
রাতজাগা (Dm) পাখি হয়ে (G) এসো (Am) ॥
(Am) রাধা (Dm) সাজিয়ে (G) রাখবো এ (C) মন্দিরে (Am)
পুজা (Dm) দেবার ছলে শুধু (G) দেখবো (Am) ।

[ Chorus ]
(Dm) ঘুম জড়িয়ে যদি (C) আঁখি নিভে (Am) যায়
(Dm) বৃষ্টিঝরা (C) চোখে দিও (G) আমায়
শুধু (Am) দেখবো (G) ওহো দেখবো (Am) তোমায়
কথা (G) দিলাম
শুধু (Am) দেখবো (G) ওহো দেখবো (Am) তোমায় (G) আহা…

[ Verse 01 ]
(Am) স্বপ্ন আকাশ ছেড়ে (Dm) ফিরে এসো তুমি
(G) চাঁদের হাসি (C) ঠোঁট রাঙিয়ে
(Am) সূর্যের টিপ (Dm) কপালে দিও
(G) মুঠো ভরা হাতে (C) স্বপ্ন নিয়ে ॥

[ Repeat Chorus ]

[ Verse 02 ]
(Am) রঙধনু থেকে (Dm) মেহেদি পড়ে
(G) মেঘেদের দেশে (C) নাইয়ে যাও
(Am) নিলীমার রঙে (Dm) কাজল এঁকে
(G) তারাদের দিয়ে (C) আঁচল সাজাও

[ Repeat Chorus ]

(Visited 476 times, 1 visits today)

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *