Poddo Patar Jol by James, Lyrics with Chords

Song: Poddo Patar Jol
Album: O Amar Prem
Artist: Nogor Baul (James)

(Am) কবিতা, তুমি (F) স্বপ্নচারিণী হয়ে (G) খবর নিও (Am) না
(Am) কবিতা, এই (F) নিশাচর আমায় (G) ভেবোনা সুখের (Am) মোহনা।

(Dm) দেখবে আমাদের (G) ভালবাসা (F) হয়ে গেছে কখন (G) যেন
(F) পদ্ম (G) পাতার (Am) জল।

[Repeat Verse]

(Am) বেদনা সিক্ত অশান্ত (Dm) এই মন
(G) খুঁজে ফেরে মেটায় (C) প্রয়োজন
(Am) যতদূর জানে এ ব্যাকুল (Dm) হৃদয়
(G) নীল বিষের পেয়ালা মনের (C) বাঁধন। — 2x

[Repeat Chorus]
[Repeat Verse]

(Am) নয়ন গভীরে (Dm) আঙিনায়
(G) নিবিড়তার ছোঁয়ায় হৃদয় (C) প্রতিমা
(Am) কোথায় হারালে বল পাবো (Dm) তোমায়
(G) বসন্তে মাতাল আমি এক (C) অপূর্ণতায় । — 2x

[Repeat Chorus]
[Repeat Verse]

[Repeat Verse]
[Repeat Chorus]

(Visited 1,893 times, 1 visits today)