Tomake Bhebe Lekha, Fuad featuring Shanto – Lyrics with Chords

Song: Tomake Bhebe Lekha
Artist: Fuad featuring Shanto
Album: Variation No. 25.2

মন (Em) ভালো নেই , বারে (D) বারে মনে হয় (C) তুমি (Bm) পাশে নেই,
ভাবি (Em) ধুর যাই কেন (D) কাটেনা সময় ? (C) (D)
(Em) সাতটি রঙে (D) তোমাকে খুঁজে বেড়াই, (C) (Bm) বৃষ্টি শেষে
দেখা (Em) না পেলে বড় (D) অভিমান হয় । (C) (D)

(G) রাত কাটে (D) নির্ঘুম, আমি (C) নিশ্চুপ,
(D) নিঃস্ব ভেবে যাই (C) ভালোবাসি (D) (Bm) তোমায় (Em) এতটা ॥

(Em) তোমার (D) হাসিতে (C) হাজার (Bm) ফুল ফুটে যায়
(Em) তুমি না (D) আসলে (C) হাসবে কে (D) আমার বাগিচায় ?
(Em) তোমার (D) জন্য (C) বেদনার (Bm) গান লিখেছি
(Em) বুকে সব (D) স্বৃতি গুলো (C) এক করে (D) সুর বেধেঁছি ।
(G) মনে (D) একটাই সুখ, (C) আমাকেও খুব (D) ভালোবাসো তুমি তাই
(C) ভালোবাসি (D) (Bm) তোমায় (Em) এতটা ।
(G) রাত কাটে (D) নির্ঘুম, আমি (C) নিশ্চুপ, (D) নিঃস্ব ভেবে যাই
(C) ভালোবাসি (D) (Bm) তোমায় (Em) এতটা ।

(Em) জানি তুমি (D) ভালো নেই (C) আমায় (Bm) একা রেখে
(Em) ভীষণ (D) কষ্টে (C) আছ (D) আমাকে না দেখে,
(Em) কতদিন (D) দেখিনি (C) তোমার (Bm) মুখ খানি
(Em) ক্ষনিকের (D) জন্য (C) থাক আজ (D) যেখানে,
(G) ফিরে তুমি (D) আসবেই (C) আমার এ (D) জীবনে কারণ,
(C) ভালোবাসো(D) (Bm)আমায় (Em)এতটা ।
(G) রাত কাটে (D) নির্ঘুম, আমি (C) নিশ্চুপ, (D) নিঃস্ব ভেবে যাই
(C) ভালোবাসি(D) (Bm) তোমায় (Em) এতটা ।

(Visited 1,109 times, 1 visits today)

1 Comments

  1. dsf January 16, 2015 at 5:45 AM

    Good one

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *