Song: Dukhini Dukkho Koro Na
Artist: James
Album: Dukhini Dukkho Koro Na
(Am) চেয়ে দেখ, উঠেছে (E) নতুন সূর্য
(Am) পথে পথে রাজপথে, চেয়ে দেখ (E) রংয়ের খেলা ।
(Dm) ঘরে বসে থেকে (Am) লাভ কী বলো
(E) এসো চুল খুলে পথে নামি, (E) এসো উল্লাস করি ।
(Am) দুঃখিনী (G) দুঃখ করো (Dm) না, (Am) দুঃখিনী, (E) দুঃখিনী ।
Interlude: Am/E/Am/E/Dm/C/Dm/E/Am
(Am) আঁধারের সিঁদ কেটে আলোতে (E) এসো
(Am) চোখের বোরখা নামিয়ে, দেখো (E) জোছনার গালিচা ।
(Dm) ঘর ছেড়ে তুমি (Am) বাইরে এসো
(E) চেয়ে দেখো রংধনু, (E) চেয়ে দেখো সাতরং ।
(Am) দুঃখিনী (G) দুঃখ করো (Dm) না, (Am) দুঃখিনী, (E) দুঃখিনী ।
Interlude: Am/E/Am/E/Dm/C/Dm/E/Am
(Am) মিছিলের ভিড় ঠেলে (E) সামনে এসো
(Am) দুঃখের পৃষ্ঠা উল্টে, দেখো (E) স্বপ্নের বাগিচা ।
(Dm) ঘরে বসে থেকে (Am) লাভ কী বলো
(E) এসো হাতে হাত রাখি, (E) এসো গান করি ।
(Am) দুঃখিনী (G) দুঃখ করো (Dm) না, (Am) দুঃখিনী, (E) দুঃখিনী ।
(Dm) লা লা লা লা লা লা (Am) লা লা
লা লা (Dm) লা লা লা লা লা লা (E) লা লা
(Am) দুঃখিনী (G) দুঃখ করো (Dm) না, (Am) দুঃখিনী, (E) দুঃখিনী ।।