Song: Dukkho Bilash
Artist: Artcell
Album: Anushilon
(G) তোমরা কেউ (D) কি দিতে পার (Em) প্রেমিকার ভালবাসা (C)
(G) দেবে কি (D) কেউ জীবনের (Em) ঊষ্ণতার সত্য (C) আশা
(Em) ভালবা(C)সার আগে (Em) নিজেকে নিও (C) বাজিয়ে
(Em) আমার (C) মনের মত… (Em) নিও (C) সাজিয়ে
(G) আমি বড় (D) অসহায়… (Am) অন্য পথে
(Em) একটি নাটকই দেখি (D) মহাকালের মঞ্চে
[Chorous]
(Em) ও (D) আমায় (C) ভালবাসেনি (Em)
(Em) অসীম এ (D) ভালবাসা (C) ও বোঝেনি (Em)
(Em) ও (D) আমায় (C) ভালবাসেনি (Em)
(Em) অতল এ (D) ভালবাসা (C) তলিয়ে দেখে (Em) নি
[Guitar Solo]
(G) তোমরা কেউ (D) কি করবে (Em) আমার জন্য (C) অপেক্ষা
(G) ভালবাসবে (D) শুধুই (Em) আমায়, করবে (C) প্রতিজ্ঞা ।।
(Em) ভালবা(C)সার আগে (Em) নিজেকে নিও (C) বাজিয়ে
(Em) আমার (C) মনের মত… (Em) নিও (C) সাজিয়ে
(G) আমি বড় (D) অসহায়… (Am) অন্য পথে
(Em) একটি নাটকই দেখি (D) মহাকালের মঞ্চে
[Repeat Chorous]
[Guitar Solo]
(Em) এত (G) ভিড়েও (Em) আজও (G) আমি একা
(Em) মনে (G) শুধু (Em) যে (G) শূন্যতা
(C) আধারে (D) যত (G) ছড়াই (Em) আলো
(C) সবই (D) আধারে (Em) মিলায়
(C) ও (D) যে (G) কোথায় (Em) হারাল
(C) ব্যাথা (D) কাকে যে (Em) শুধাই …