গত বছরের শুরু থেকেই উইন্ডোজ ছেড়ে লিনাক্সে আসব আসব করছিলাম, অনেকগুলো ডিস্ট্রো টেস্ট করার পর মাস ছয়েক ডুয়েল বুট এ মিন্ট ১১ আর উইন্ডোজ ৭ ব্যবহার করেছি । ডুয়েল বুট এ থাকার কারনে বেশির ভাগ সময় উইন্ডোজ ৭ এই কাটত । শেষে আবার কিছু ঘাটাঘাটি করে, নিক্সার কমুনিটিতে চোখ বোলাতে বোলাতে বুঝলাম উবুন্তু ই আমার জন্য ভাল হবে, তাই গত মার্চ থেকে আমি পুরোপুরি উবুন্তু তে চলে এসেছি । আমার ল্যাপটপে একটাই ওস এখন. উবুন্তু 🙂
সাধারনত ব্রাউজারেই বাংলা লেখা হয় । তাই পিএইচপি এক্সপার্ট গ্রুপএর সিহান ভাই এর বাংলা ইনপুট সাইডবার ব্যবহার করতাম । কিন্তু আমি ১৯৯৮ এ এসএসসি র পরই ছুটির সময়টা কম্পিউটার কোর্স করি যেখানে অফিস প্যাকেজ শিখেছিলাম । আর তখনই বাংলা বিজয় শিখেছিলাম । এপর্যন্ত সেটাই ব্যাবহার করতাম বিধায় ফোনেটিক টা তেমন বুঝি না । আর সাইডবার ব্যাবহার করলে হয় ফোনেটিক নয় প্রভাত লেআউট ব্যাবহার করতে হবে । যেটাই ব্যাবহার করি না কেন আমাকে শিখতে হবে । তাই আস্তে আস্তে ফোনিটিক টাই শিখছিলাম, কিন্তু কয়েকদিন আগে সারিম ভাই এর নতুন অভ্র টা দেখে আজকে সেটা ইন্সটল করতে গিয়ে গিট রেপু ক্লোন ফেইল দেখে ঘাটা ঘাটি করতে গিয়ে দেখলাম আইবাস ব্যাবহার করে ইউনিজয় দিয়েই তো লেখা যায় উবুন্তুতে । করেফেল্লাম ঝটপট আর তার পর থেকেই কি যে শান্তি পাচ্ছি বাংলা লিখে 🙂
নিচের ধাপগুলো অনুসরন করতে হবে…
sudo
apt-get
install
ibus ibus-m17n m17n-db m17n-contrib ibus-gtk
Command: /usr/bin/ibus-daemon -d
Comment: Start IBus