রাজনীতি – ব্যান্ডঃ ডিফারেন্ট টাচ

শিরোনামঃ রাজনীতি
ভোকালঃ মিসবাহ
ব্যান্ডঃ ডিফারেন্ট টাচ
অ্যালবামঃ শ্রাবনের মেঘ

কর্ড প্রগ্রেশন – D# / G#

(D#)হাল জামানার রাজনীতি ভাই (G#)করতাছি যে আমরা সবাই
(G#)পেছন পকেট সদাই গরম (D#)গলা বাজির আছে যে সায়
আছে যে সায়(২)

(D#)এ মন হায়
একবার দুইবার (G#)নেতা হইতে চায়(২)
(G#)শুনছি নাকি নেতারা সব (D#)এয়ারকন্ডিশন খায়
(D#)এ মন হায়
একবার দুইবার (G#)নেতা হইতে চায়

(D#)হরতাল মিছিল চালাইয়া যাও, (G#)রিকশা গাড়ি ভাইঙ্গা ফালাও
(G#)পেছন পেছন আছি আমি, (D#)কোন কিছুর ভরসা নাই
ভরসা নাই(২)
(D#)বিশ্রামেতে যাইয়া নেতা (G#)স্বপ্নে চোখ ভুলায়
(G#)বঙ্গভবন যাইতে নেতা (D#)মার্সিডিজ চালায়
(D#)বাইরে গরম চলতে আছে, সেখানে ছাড় নাই
(G#)মরলে মরবো যুবকরা সব, আর মরলে টোকাই।

বড় (D#)সাধ,
একবার আমি (G#)মিনিস্টার হব(২)
(G#)মিনিস্টারই না পাইলেও (D#)এমপি হব।
বড় (D#)সাধ,
একবার আমি (G#)মিনিস্টার হব

(D#)ইলেকশনে দাঁড়াইবেন ভাই (G#)শিক্ষাগত যোগ্যতা চাই
(G#)প্রাইমারি পাশ না হইলে স্যার (D#)হইয়া যাইবেন ডিস-কোয়ালিফাই
ডিস-কোয়ালিফাই(২)
(D#)দেশের সেবা করব বলে, (G#)দাড়াইছি ভাই দলে দলে
(G#)খুন খারাবি দোষ তাতে কি? (D#)রায়টা আমার পক্ষে যে চাই
পক্ষে যে চাই
(D#)গণপতি কবে হব, (G#)সুইস ব্যাঙ্কে নোট জমাব
(G#)হর হামেশা চিন্তা শুধু (D#)বিনা লাভে দিন বুঝি যায়
দিন বুঝি যায়

(D#)এবার কন,
কার কি মনে চায় একটা বার হুনতাম(২)
(G#)কপাল গুনে যদি দেশের (D#)গদিটা পাইতাম
(D#)এবার কন,
কার কি মনে চায় একটা বার হুনতাম

(D#)একশ কথার এক কথা ভাই, (G#)বলতে মোদের দোষ কিছু নাই
(G#)ভক্তি আছে যেমন তেমন, (D#)কাম করনের নাইকো বালাই
নাইকো বালাই(২)
(D#)ঝড় বন্যাতে ভাইসা গেছে, (G#)বৈদেশি ডলার আইসাছে
(G#)ডুব দিয়াছে কোন গুদামে, (D#)আমরা কিন্তু কিছু দেহি নাই
কিছু দেহি নাই

(D#)দুঃখে মোদের দিন কাটেযে, (G#)এই বিভাগে নাই কিছু নাই
(G#)খুলনাবাসির ভার্সিটিকি (D#)এই জনমে হইবে জিগাই
হইবে জিগাই

(D#)বিচার নাই,
এই দেশেতে (G#)তোমরা সবে গাই (২)
(G#)আমরিকাতে যাব মোরা (D#)ইমিগ্রেশন চাই
(D#)বিচার নাই,
এই দেশেতে (G#)তোমরা সবে গাই (২)
(G#)আমরিকাতে যাব মোরা (D#)ইমিগ্রেশন চাই…………

(Visited 911 times, 1 visits today)

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *